ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


বইমেলায় বিক্রির শীর্ষে ম্যাজিস্ট্রেট কাদির শিপুর 'অবেলার সারথি'


৫ মার্চ ২০১৯ ০৮:৩৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৬:১৩

বইমেলায় বিক্রির শীর্ষে ম্যাজিস্ট্রেট কাদির শিপুর 'অবেলার সারথি'


নানা শ্রেণি পেশার বই প্রেমিদের সমাগমের মধ্য দিয়ে শেষ হল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৯। বইমেলায় প্রকাশিত ম্যাজিস্ট্রেট কাদির শিপুর কাব্যগ্রন্থ পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

তার লেখা পাঠকদের কাছে তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়। বই কিনতে আসা কয়েকজন পাঠকের সাথে কথা বলে জানা গেল, তার প্রতিটি কবিতা পাঠকের বোধের শীর্ষবিন্দু স্পর্শ করে। জানা গেল কাব্যগ্রন্থ ক্যাটাগরিতে অবেলার সারথি বিক্রয়ের শীর্ষে রয়েছে।


এবিষয়ে প্রকাশের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, কাব্যগ্রন্থ সাধারণত কম বিক্রি হয় কিন্তু কাদির শিপুর কাব্যগ্রন্থ গতবারের মত এবারো পাঠকের বিপুল পরিমানে সাড়া পেয়েছি।
উল্লেখ্য বইটি অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে যার প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইমেলা ২০১৮ তে ও কাদির শিপুর কাব্যগ্রন্থ 'উড়ন্ত পাখি' বিক্রয়ের শীর্ষে ছিল।