ঢাকা মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক ১৪৩২


শেরপুরে আ’লীগের মশাল মিছিলের প্রতিবাদে নকলায় বিক্ষোভ


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৫ ২১:০৪

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও শেরপুরে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল করে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ওই মিছিলের প্রতিবাদে জেলার নকলা উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। রবিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি চন্দ্রকোনা মোড় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে ঢাকা-শেরপুর মহা সড়কের চন্দ্রকোনা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুব দলের আহবায়ক শফিউল আলম পলাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম ও পৌর ছাত্র দলের আহবায়ক সানোয়ার হোসেন অভিসহ অনেকে বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা, ইউনিয়ন ও পৌর যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন “কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মধ্যরাতে প্রকাশ্যে মশাল মিছিল আইনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামিল। প্রশাসনের উচিত শুধু মামলা নয়, এর পেছনের মদদদাতাদের দ্রুত চিহৃত করে আইনের আওতায় আনার ব্যবস্থা করা। নিষিদ্ধ সংগঠনের মিছিল মিটিং এর মানেই হলো- এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করে তোলা। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান তারা। তারা আরো বলেন “আইনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া নিষিদ্ধ সংগঠনসহ কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের কর্মতৎপরতায় জড়িতদের ও এর পেছনে মদদদাতাদের দ্রুত চিহৃত করে আইনের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে যেকোন সময় রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আগামী নির্বাচন বানচাল করতে বিভিন্ন ভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।” নিষিদ্ধ সংগঠনের আচমকা কর্মতৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলেও তারা মন্তব্য করেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় নজরদারি জোরদার করার আহবান জানান তারা। নির্বাচনের আগ মুহুর্তে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও মদদদাতাদের কাউকে ছাড় দেওয়া প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচিত হবে না বলেও বক্তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাছপারা কেন্দুয়ার চর এলাকায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গত শুক্রবার গভীর রাতে ঝটিকা মশাল মিছিল করে। এ মিছিলের প্রতিবাদে জেলাসদরসহ উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।