কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী নির্ধারণ দেশব্যাপী ২৩৭ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি
                                আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের একক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দীর্ঘদিনের পর্যালোচনা, যাচাই-বাছাই ও তৃণমূল মতামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। ভবিষ্যতে প্রয়োজন হলে তালিকায় সামান্য সমন্বয় আনা হতে পারে বলেও জানানো হয়।
ঘোষিত তালিকায় কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনেই প্রার্থী নির্ধারিত হয়েছে। তাঁরা হলেন—
কুড়িগ্রাম-১: সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা
কুড়িগ্রাম-২: জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ
কুড়িগ্রাম-৩: চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সাবেক জেলা সভাপতি তাসভির-উল-ইসলাম
কুড়িগ্রাম-৪: রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,
> “আজ আমরা প্রাথমিকভাবে ২৩৭ আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করছি। পরবর্তীতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কিছু আসনে পরিবর্তন আসতে পারে।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, অভিজ্ঞ ও তৃণমূলনির্ভর নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ায় কুড়িগ্রামে বিএনপির মাঠ সংগঠনে নতুন প্রাণ সঞ্চার হয়েছে।
