ঢাকা বুধবার, ৫ই নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক ১৪৩২


উনচিপ্রাংয়ে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ২১ হাজার ইয়াবাসহ একজন আটক


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৫ ২৩:০৯

কক্সবাজারের উখিয়া উপজেলার উনচিপ্রাং এলাকায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ মাদকবিরোধী অভিযানে ২১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন অটোরিকশা চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২৯ ডিভিশন লোকেটিং আর্টিলারির একটি টহল দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উনচিপ্রাং বাজার সংলগ্ন উনচিপ্রাং ব্রিজ এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে চালকের সিটের নিচ থেকে খাকি রঙের প্যাকেটে নীল রঙের বায়ুরোধী দুই কাট ও একটি পোটলায় মোট ২১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে অটোরিকশা চালক মোঃ কবির (৩৫), পিতা—আঃ মালেক, গ্রাম—রইক্ষ্যং, ডাক—হোয়াইক্যং, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজারকে আটক করা হয়েছে। তবে অটোরিকশাটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অতিরিক্ত কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,

“মাদক সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন,

“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নিয়মিত এসব অভিযানে স্থানীয় জনসাধারণের আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।