ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


গাড়িচালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ


১৭ মার্চ ২০১৯ ০২:২১

আপডেট:
৬ মে ২০২৫ ০৪:৫০

গাড়িচালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা গণভবনে যাচ্ছেন। ছাত্রলীগ থেকে নবনির্বাচিত নেতারা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে গেলেও স্বতন্ত্ররা যাচ্ছেন আলাদাভাবে।

ভিপি নুরুল হক নুরসহ স্বতন্ত্রদের জন্য গণভবন থেকে গাড়ি পাঠানো হয়েছে। তারা ওই গাড়িতে যাচ্ছেন বলে জানিয়েছেন নুরুল হক নুর।


হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন আজ গণভবনে যাচ্ছেন।

এছাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও গণভবনে যাচ্ছেন। আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত নেতাদের সাক্ষাতের কথা রয়েছে।

ডাকসু ও হল সংসদের নেতারা ছাড়াও ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, দুই প্রো-ভিসি, বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা ছাড়াও শিক্ষক নেতারা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে।

বৃহস্পতিবার তাদের এ আমন্ত্রণ জানানো হয়।