রাঙ্গামাটিতে উপজেলা আ’লীগের সভাপতিকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সেভেন মার্ডারের পরদিন বিলাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলী চিয়ং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইকবাল বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশ বর্তমানে উপজেলা সদরে আছে। লাশের ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি নেওয়া প্রস্তুতি চলছে।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে হত্যার ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর। তবে এই বিষয়ে চেষ্টা করেও জেএসএসের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।