ধর্ম বিরোধী পোষ্ট করায় মামলা করলেন জবি ছাত্রলীগ নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহাদ ধর্মীয় অনুভুতিতে আঘাত করে আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটুক্তি করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জাহিদ হাসান আলম ।
কোতয়ালী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মওদুদ হাওলাদার, বলেন, "ফেসবুকে ধর্মবিরোধী মন্তব্য পোস্ট করার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে ফরহাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।"
এবিষয়ে ফরহাদ বলেন, "আমি সবসময় ফেসবুকে চরমপন্থা ও মৌলবাদের বিরুদ্ধে লিখি। কিছু গ্রুপ এটা সহ্য করতে পারে না। এর জন্য আমার বিরুদ্ধে মামলা হয়েছে। "
তিনি আরো বলেন,"কিছু লোক আমার নাম এবং ছবি দিয়ে বিভিন্ন জাল ফেসবুক আইডি খুলেছে এবং তাদের মাধ্যমে ধর্ম সম্পর্কে কিছু অপমানজনক মন্তব্য ও করেছে", তিনি বলেন।
"এখন ঘটনা কেন্দ্র করে আমি বিভিন্ন মানুষের হুমকির সম্মুখীন হচ্ছি," ফরহাদ যোগ করেন।
যাইহোক, মামলার অভিযোগকারী নূর-ই-আলম বলেন, "ফরহাদ নিজের ফেসবুক আইডি নিয়ে ধর্ম সম্পর্কে কিছু মারাত্নক অপমানজনক মন্তব্য করেছেন। এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত কাগজপত্র সরবরাহ করা হয়েছে। "