ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


দ্রুত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করতে তাগিদ প্রধানমন্ত্রীর


১৭ এপ্রিল ২০১৯ ০২:৫৫

আপডেট:
৬ মে ২০২৫ ০৯:১৩

দ্রুত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করতে তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এ তাগাদা দেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের জানান, পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘তাহলে কী হলো? ছাত্রলীগ তো আগের অবস্থায় ফিরে যাচ্ছে।’ এসময় এক কেন্দ্রীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনায় অভ্যন্তরীণ কোন্দল এবং ছাত্রলীগের সাবেক কিছু নেতার ইন্ধন আছে জানালে প্রধানমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেলে এসব খেলাধুলা বন্ধ হয়ে যেত।’

বৈঠকে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক ও বিপ্লব বড়ুয়া।

বৈঠকে সাংগঠনিক সফরের মাধ্যমে দলকে আরও গতিশীল করতে দলীয় নেতাদের সক্রিয় হতে বলেন আওয়ামী লীগ সভাপতি।