ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


মাশরাফী-সাকিব আওয়ামী লীগের ফরম কিনবেন কাল


প্রকাশিত:
১০ নভেম্বর ২০১৮ ২০:৪৩

 মাশরাফী-সাকিব আওয়ামী লীগের ফরম কিনবেন কাল


আসন্ন সংসদ নির্বাচনে এমপি পদে লড়বেন জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। আগামীকাল সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে যাবেন তারা। সেখান থেকে মনোনয়নপত্র কিনবেন এই দুই তারকা খেলোয়াড়।

তথ্যটি নিশ্চিত করে আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, মাশরাফী নড়াইল আর সাকিব মাগুরা থেকে মনোনয়নপত্র নিতে পারেন। এর আগে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এই দুই খেলোয়াড় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছিলেন।

উল্লেখ্য, একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। প্রথমদিন ১৩২৮টি ফরম বিক্রি হয়েছে।