কর্মচারিদের পিটিয়ে শাস্তি দেন ক্রিডেন্স হাউজিংয়ের এমডি!

এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সূত্রে জানা গেছে, কার্পেট ঠিকভাবে পরিষ্কার না করার অভিযোগে কর্মচারিদের মারধর করেন ক্রিডেন্স হাউজিং লিমিটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম।
এদিকে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা না জানাতে পারলেও সূত্রটি জানায়, এই মাসের শুরুর দিকে এক বৃহস্পতিবার সকালে অফিসে এসে জিল্লুল করিম বলেন, ওমর ঠিকভাবে কার্পেট পরিষ্কার করেনি। এরপর তিনি একজনকে লাঠি নিয়ে আসতে বলেন। ওই লাঠি দিয়ে তিনি ওমরকে পেটান এবং প্রতিষ্ঠানের সুপারভাইজারকে শাসান। ওইদিন বিকেলেই ওমরকে চাকরি থেকে বের করে দেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, কালো শার্ট পরা এক ব্যক্তি সাদা শার্ট পরিহিত একজনের হাতে একটি লাঠি তুলে দিচ্ছেন। এই সময়ে সেখানে দাঁড়িয়ে আছেন ছয়জন ব্যক্তি। সাদা শার্ট পরা ওই ব্যক্তি লাঠি নিয়ে ওমর নামে ওই ছেলেটিকে পেটাতে শুরু করেন।
এরপর কোম্পানির সুপারভাইজারকে পেটানোর জন্য লাঠি তুললেও তিনি তাকে মারেননি। তবে বারবার তাকে শাসাতে থাকেন এবং অপর এক কর্মীর দিকে লাঠি তুলেও মারমুখী ভঙ্গিতে অবতীর্ণ হওয়ার পর আবার ওমরের দিকে ফিরে তাকে পেটাতে শুরু করেন। ভিডিওটির শেষ দিকে দেখা যায়, প্রতিষ্ঠানটির সুপারভাইজারকেও লাঠিপেটা করেন তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মেহেদী হাসান বলেন, ‘আসলে এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে বিব্রত বোধ করছি।’