ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন মাশরাফী


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৮ ১৫:০৭

মাশরাফী

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ।
রবিবার সকালে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন।


জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা সাংবাদিকদের জানান, আগামী নির্বাচনে আমি নড়াইল আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এই আসনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে জয়লাভ করে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান।