চুরির মামলায় গ্রেপ্তার মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি

স্বর্ণালংকার ও টাকা চুরির মামলায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে জেলা শহরের কাঁচাবাজার এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, স্বর্ণালংকার ও টাকা চুরিসহ মারধর করার অভিযোগে দায়ের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামের রেহানা বেগম নামের এক নারী ছাত্রলীগ সভাপতিসহ ছয়জনকে আসামি করে স্বর্ণালংকার ও টাকা চুরি এবং মারধর করার অভিযোগে মামলা দায়ের করেন।
পরে ওই দিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মৃধাকে রোববার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সদর থানার ওসি আরও বলেন, জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পেয়ে আসছি। তার বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। ওই সব মামলায় তিনি জামিনে রয়েছেন।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধার চাচা আইয়ুব আলী মিন্টু মৃধা বলেন, রেহানা বেগম নামে নারীর দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা। মৃধাকে ফাঁসাতে এটি একটি চক্রান্তমূলক মামলা।