ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


পুরো বস্তি পুড়ে ছাই


১৭ আগস্ট ২০১৯ ০৯:১৬

আপডেট:
৬ মে ২০২৫ ১৫:১৮

রাজধানীর মিরপুরের চলন্তিকা মোড়ে অবস্থিত ঝিলপাড় বস্তি প্রায় শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যানস) লে. কর্নেল জিল্লুর রহমান।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার পেছনে ঝিলপাড় বস্তিতে আগুন লাগে বলে রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রাব্বানী জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের ব্যাপকতা দেখে পরে আরো ইউনিট বাড়ানো হয়।

জিল্লুর রহমান জানান, শেষ পর্যন্ত ২৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার পর তিনি সাংবাদিকদের বলেন, আগুন সত্তর ভাগ নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে। পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না তা এখই বলা যাবে না।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, কেউ নিহত হয়েছে কি না তা উদ্ধার কাজ শুরু না হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না।

তবে বস্তিবাসী জানান ঈদের ছুটির কারণে বস্তির বেশিরভাগ ঘর ছিল তালাবদ্ধ। যে কারণে আসবাবসহ অন্যান্য জিনিস উদ্ধার করা সম্ভব হয়নি।

জিল্লুর রহমান বলেন, আশপাশে কোনো জলাশয় না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ে আসা পানিতে আগুন নেভাতে হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঝিলপাড় বস্তি অন্যান্য বস্তির তুলনায় অনেক বড়। তবে বস্তির প্রায় শতভাগ পুড়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তা দেবেন বলে জানান।

বস্তিবাসী অভিযোগ করেন, এর আগে তিনবার ঝিলপাড় বস্তিতে আগুন লাগলেও তা এতটা ভয়াবহ হয়নি।