ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন ডা. জাহাঙ্গীর আলম জুয়েল


১৩ নভেম্বর ২০১৮ ০৩:৪৯

আপডেট:
৩ মে ২০২৫ ০৬:৫৭

আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন ডা. জাহাঙ্গীর আলম জুয়েল

 

সখিপুর-বাসাইল (টাংগাইল ০৮) আসন থেকে আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ডা. জাহাঙ্গীর আলম জুয়েল।
নির্বাচনী এলাকার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে ধানমন্ডিস্থ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ ফরম জমা দেন।

ডা. জাহাঙ্গীর আলম জুয়েল ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক ছিলেন।
বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের উন্নয়নে কাজ করছেন তিনি। ফ্রী মেডিকেল ক্যাম্পা, চিকিৎসা সেবাসহ সবসময় সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন তিনি।