বাজার কমিটির সভাপতির ছেলের বিরুদ্ধে অভিযোগ
শরীয়তপুরে মুদি দোকানে দুর্ধর্ষ ডাকাতি ১০ লক্ষ টাকার মালা মাল লুট

শরীয়তপু জেলার জাজিরা উপজেলার নাওডোবা বাজারে নাসির স্টোর নামে একটি মুদি দোকানে তালা ও কেচি গেইট ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে।
এই ঘটনায় বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাদির হাওলাদার এর ছেলে রতন হাওলাদার(২৮)পাষান মোড়লের ছেলে হোসেন মোড়ল(২৬),আঃ জলিল মুন্সীর ছেলে ইলু মুন্সী বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
নাসির স্টর-টি প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েগেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি দোকান দার।
এই ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি জাজিরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বুধবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায় ২৫ তারিখ আনুমানিক ৩ টার সময় তিনটি লোক দোকানটির সামনে অবস্থান করছিল।
সেখানকার স্থানীয় নৈশ প্রহরী মালেক হাওলাদার স্পষ্ট শিকার উক্তিতে জানায়,গভীর রাতে দোকানের আশেপাশে সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পাহারাদার তাদের জিঙ্গাসাবাদ করলে রতন হাওলাদার(২৮)হোসেন মোড়ল(২৬),ইলু মুন্সী তাকে হুমকি ধামকি দেয় এবং দোকানের সামনে থেকে তাড়াইয়া দেয়।
এরপর দিন সকালে দোকানটি খুলতে গেলে দোকানের শাটার এবং ভিতরে কেচি গেইটের তালা ভাঙ্গা এবং দোকানটির শাটার খুলে ভিতরে প্রবেশ করলে দোকনটির ভিতরে থাকা মূল্যবান ২০০ কার্টুনবেনসন,১০০ কার্টুন গোল্ড লিফ,১০০ কার্টন স্টার,১৫০কার্টুন ডারবী,৫০ কার্টুন নেভী ও ৫০ কার্টুন শেখ সিগারেট নাই।
যাহার বাজার মূল্য ১০,০০,০০০/-(দশ লক্ষ)টাকা। দোকান মালিক নাসির শেখ বলেন, ২৪ তারিখ মঙ্গলবার সকালে আমি বিভিন্ন ব্যান্ডের সিগারেট ক্রয় করি আমার দোকানের মেঝেতে রাখি,একই তারিখে রাত ৯ টার দিকে দোকানটি বন্ধ করে তালা দিয়ে পাশের গ্রামে ওয়াজ শুনতে যাই। ওয়াজ শেষে রাত অনুমানিক ১১.০০টার দিকে দোকনটির সামনে যাই এবং দোকানটির শাটার তালা সব ঠিক দেখে বাড়িতে চলে যাই।পরদিন সকালে আমার পিতা দোকানের সামনে এসে দেখে দোকনটিতে লুট হয়েছে।
এই ঘটনার পড় পড় স্থানী ঠান্ডু চৌকদার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলুল হক মাদবর,আব্দুর রাজ্জাক বেপারী সহ গন্যমান্য বেক্তিদের জানানো হলে তারা সময় নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও বাজার কমিটির সভাপতি কাদির হাওলাদারকে একাধিক বার বলা ডাকে, কিন্তু বিষয়টি সে আমলে নেন নি। পরে জাজিরা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।
এ অবস্থায় ভূক্তভোগিদের দাবি এর জেনো সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধিদের উপযুক্ত বিচার করা হয়। পশ্চিম নাওডোবা ইউনিয়ন চেয়রম্যান হাজী ফজলুল হক মাদবর বলেন ঘটনটি অত্যান্ত দুঃখ জনক। দোকন মালি বিষয়টি আমাদেরকে জানালে আমরা এলাকার গন্যমান্য বেক্তিদের নিয়ে বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তির পরিবারকে একাধিক বার জিঙ্গাসাবাদ করি, তারা অস্বীকার করেন।