ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


ডুয়েটে টর্চার সেল নিয়ে আরটিভি’র তথ্যটি বিভ্রান্তিকর


১২ অক্টোবর ২০১৯ ১০:২৫

আপডেট:
১২ অক্টোবর ২০১৯ ১০:৩৪

ডুয়েটে টর্চার সেলের নামে আরটিভির মিথ্যাচার

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল রয়েছে বলে আরটিভি ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে। তার মধ্যে ৪ নম্বরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ডুয়েট এ টর্চার সেল রয়েছে নামে যে রিপোর্ট করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমানে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক- কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডুয়েটের নাম জড়িয়েছে আরটিভি। এ বিষয়টি নিয়ে ডুয়েটের সাধারন ছাত্র-ছাত্রীসহ,শিক্ষক ও সাবেক ছাত্র-ছাত্রীরা ক্ষোভ জানিয়ে আরটিভিতে ভুল তথ্য প্রকাশের জন্য ক্ষমা চাইতে অনুরোধ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের মেক্যানিক্যাল- ৩২ তম ব্যাচের একজন শিক্ষার্থী মুহাম্মাদ হাবিবুর রহমান বলেন, এই নিউজের সত্যতাকে চ্যালেঞ্জ করতেছি। ডুয়েটে আদৌ কোনো টর্চার সেল নেই। প্রকৃতপক্ষে ডুয়েট র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস। ডুয়েটের ভর্তি পদ্ধতির কারনে ডুয়েটে আসলে র‍্যাগিং থাকাটা একরকম অসম্ভব ব্যাপার। যারা আমার কাছের, যারা ডুয়েটকে জানেন তারা সবাই বুঝতে পারবেন এই ব্যাপারটা। আরটিভির এই নিউজের বিরুদ্ধে মানহানীর মামলা করা উচিত ডুয়েট কর্তৃপক্ষের।

ডুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নাসির হোসেন বলেন, ডুয়েটে কোন টর্চার সেল নেই,এমনকি ডুয়েটে RAG এর নামে নির্য়াতনের যে কালচার সেটাও কখনো ছিলো না।

ডুয়েটের সাবেক শিক্ষার্থী, ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান বলেন, ডুয়েটের ছাত্রদের মধ্যে অন্য যে কোন বিশ্ববিদ্যালয়ের চেয়ে আন্তরিকতা বেশি, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ধুপমানমুক্ত এবং RAG এর নামে জুনিয়রদের নির্যাতনের মতো কোন ঘটনাও ঘটে না। এছাড়াও রাজনৈতিক সৌহার্দপূর্ণ অবস্থান ও বিরাজমান।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ, বিআইটি এর সাবেক সভাপতি, ডুয়েট এলামনাই এসোসিয়েশন (ডুয়েটা) এর বর্তমান সভাপতি এবং ডুয়েট ছাত্রলীগ এলামনাই এসোসিয়েশন (ডুয়েকা) এর ১ম কার্যনির্বাহী পরিষদ এর সভাপতি ফখরুল হায়দার চৌধুরী বলেন,
আমি আমার শ্রেষ্ঠজ্ঞানে বলছি, ডুয়েট এর নামের সাথে “টর্চার সেল” ধরণের অভিযোগ কোনোভাবেই যায় না এবং এসব সর্বৈব মিথ্যা। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং ডুয়েটিয়ানদের এ অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে ছাত্রকল্যাণ এর পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ডুয়েটে টর্চার সেল নিয়ে আরটিভি’র তথ্যটি বিভ্রান্তিকর। আমাদের বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নামেই কখনো কিছু ছিল না।

এ বিষেয়ে মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ও ডুয়েটের রেজিষ্টার মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বেসরকারী চ্যানেল আরটিভি ডুয়েটে এ টর্চার সেলের কথা উল্লেখ করেছে | যা আপত্তিকর, নিন্দনীয় ও অগ্রহণযোগ্য | আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও এই বিষয়টিতে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে তাদের মৌখিক ও লিখিতভাবে অবহিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে | ডুয়েট বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের এমন একটি উচ্চ শিক্ষা ও গবেষণার বিদ্যাপীঠ যেখানে শিক্ষার্থীরা পরস্পর সম্প্রীতি, সহনশীলতা, সহমর্মিতা, উদারতা নিয়ে একটি পরিবার হিসেবে বসবাস করছে | এই সম্প্রীতির বন্ধন অটুট ও দৃঢ় |


ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ডুয়েট এর নামে টর্চার সেলের মির্থ্যাচারে বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীসহ, শিক্ষক - কর্মচারীদের মধ্যেও চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা আরটিভি কৃর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইতে অনুরোধ করেছেন, তা না করা হলে শীঘ্রই মানহানির মামলা করার কথা ব্যক্ত করেন।