ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির নির্বাচন; ৪টি পদে ৩২ জনের মনোনয়নপত্র সংগ্রহ


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ২১:৫৬

গত ১৪ আগষ্ট দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায় সমিতি বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুসারে আজ ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। দুই কর্মদিবসে সভাপতি,সহ সভাপতি,সম্পাদক ও পরিচালকসহ ছারটি পদে মোট ৩২ জন প্রার্থী বদরখালী সমবায় সমিতির কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জনাব রমিজ উদ্দিনের হাত থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে গেছে।

যেসব সম্ভব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলো;সভাপতি পদে তিন জন;যথাক্রমে সরোয়ার আলম সিকদার,খাইরুল বশর ও আলী আকবর, সহসভাপতি পদে তিনজন : আলী মোহাম্মদ কাজল,দিদারুল ইসলাম মজিদ ও কামাল উদ্দিন বাবুল,সম্পাদক পদে তিন জন ;সাবেক সম্পাদক জনাব মোহাম্মদ আলী চৌধুরী বি এ, এ এম এস্তেফাজুর রহমান ও মইন উদ্দিন বিএ,পরিচালক পদে ২৩ জন; জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন, আবুল হাসনাত মোহাম্মদ পারভেজ,কলিমুল্লাহ,আবুতাহের, মোহাম্মদ কামরুল ইসলাম,নাজেম উদ্দিন, রেজাউল করিম,হাজী জাফর আলম,নুরুল কাদের,মো:হামিদ উল্লাহ,মৌলানা জমির উদ্দিন, সাদ্দাম হোসেম,মো: রুবেল,কফিলউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, আনোয়ারুল ইসলাম,আকতার আহমদ,জয়নাল আবদীন,মোহাম্মদ নুরুল কাইছার,মো:কুতুব উদ্দিন সুমন,শাহাব উদ্দিন শাকিল,জিয়া উদ্দিন,মো:শওকত ওসমান,মোজাফফর আহমদ।

একই কার্যালয়ে ২৫ আগস্ট মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ রয়েছে।২৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ। এরপর পরবর্তী কার্যক্রম শেষে ২০সেপ্টেম্বর নির্বাচন গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। ঘোষিত তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় তাকিয়ে রয়েছে বদরখালীর সমবায় জনগোষ্ঠী।