ব্যতিক্রম উদ্যোগের মধ্যদিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সম্পাদক পদপ্রার্থী এ এম এ্স্তেফাজুর রহমান

আজ সকালে, অত্র সমিতির প্রয়াত কিংবদন্তি সম্পাদক জনাব একেএম ইকবাল বদরী সাহেব ও সম্মানিত পীর হাবিবুর রহমান (রহ.) এর কবর জিয়ারত পরবর্তী বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ২৬২ জন মূল সভ্য যাদের শ্রমের বিনিময়ে এই সমিতি গঠিত সেসব মনি মুক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞোত্তর স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করে, আসন্ন নির্বাচন উপলক্ষে সম্পাদক পদে নমিনেশন গ্রহণ করছেন জনাব এ এম এসতেফাজুর রহমান।
সাবেক সম্পাদক মরহুম এ কে এম ইকবাল বদরীর হাতদিয়ে উক্ত সমিতির নতুন ভবনটি নির্মিত হওয়ার পর যাদের শ্রম ও ঘামের ফলশ্রুতিতে এ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে সেই ২৬২ জন মূল সভ্যদের স্মৃতি ধারণ ও স্মরণে রাখতে ২৬২ জনের পাথরখচিত নাম দেওয়ালে স্থাপন করা হয়। সেটির জন্য নান্দনিকভাবে একটি কর্ণার করা হয এবং সেই সব আলোকিত মানুষগুলির নাম গুলি যাতে পড়া যায তার জন্য লাইটিং এর ব্যাবস্থাও করা আছে।
কিছুদিন লাইটগুলিতে আলো জ্বলছিল এখন আর জ্বলেনা বদলানোরো প্রয়োজন মনে করেনা কর্তৃপক্ষ। অযত্নে অবহেলায় পড়ে আছে সেটি। আজ সকালে সেই ২৬২ জন মণিমুক্তাূদের নাম ফলকের কাছে গিয়ে স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মনোনয়ন সংগ্রহ কার্যক্রম শুরু করলেন জনাব এ এম এস্তেফাজুর রহমান। নিচ্ছয় এটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। তিনি আগমী ২০ সেপ্টেম্বর নির্বাচনে সকলের সহযোগীতা ও সমর্থন কামনা করেছেন।