ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বুয়েটে ভর্তি পরীক্ষা আজ


১৪ অক্টোবর ২০১৯ ১৩:৩৩

আপডেট:
৭ মে ২০২৫ ১৮:১৭

 পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়। গত ৫ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুর্গাপূজার কারণে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ তারিখ পরিবর্তন করে। এবার প্রথম বর্ষে ১২টি বিভাগে মোট এক হাজার ৬০ জন শিক্ষার্থী সুযোগ পাবে ভর্তিতে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িনঁবঃ.ধপ.নফ) পাওয়া যাবে।

গত ৬ অক্টোবর রবিবার রাতে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও শাস্তিসহ ১০ দফা দাবি নিয়ে মাঠে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানলে ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না এবং ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে পরীক্ষা স্থগিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেন শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া এবং ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ শিক্ষার্থীদের কথা দেন। এ কারণে গতকাল রবিবার ও আজ সোমবার (১৩ ও ১৪ অক্টোবর) আন্দোলন শিথিল করেন। গত শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার পর বুয়েট ক্যাম্পাসে ক্যাফেটেরিয়ার সামনে আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান। ওইদিন তারা আরও জানান, ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসা পরীক্ষার্থীদের সহযোগিতাও করবেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গতকাল সন্ধ্যায় কথা বলে জানা যায়, ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসা পরীক্ষার্থীদের তারা সহযোগিতা করছেন। কারও থাকার জায়গার প্রয়োজন হলে তারা হলেই থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন এমনকি পরীক্ষা কেন্দ্রেও পৌঁছে দিচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের বিষয়ে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আন্দোলকারী শিক্ষার্থীদের দেওয়া ১০ দফা দাবির মধ্যে ৫ দফা দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১১ অক্টোবর নোটিস দিয়েছে। তার বেশিরভাগই ইতিমধ্যে বাস্তবায়ন করেছে প্রশাসন। আরও কিছু দাবি রয়েছে যেগুলো আদালতের মাধ্যমে প্রক্রিয়াধীন। এছাড়া অন্যতম একটি দাবি অনুযায়ী, হলে হলে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতারা অবৈধভাবে ও জোর করে যে কক্ষগুলো দখল করে রেখেছে তা দখলমুক্ত করার কাজও চলছে।’ গতকালও কয়েকটি হলে অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।