বাল্যবিবাহ বন্ধ করে কিশোরীর লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও

নারায়ণগঞ্জের বাঘবেড় ইউনিয়ন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে রুপা আক্তার (১৪) নামে এক কিশোরী। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে ঐ স্কুল ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) মমতাজ বেগম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রুপা আক্তার তিন বোনের সবার বড় মেয়ে । সংসারে অভাব অনটনে পড়াশুনার প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে রুপাকে বিয়ের সিদ্ধান্ত নেয় পরিবার । সেই খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ছুটে যান পরে তিনি পরিবারের সদস্যদের বাল্যবিবাহের কুফলগুলো সম্পর্কে অবহিত করেন। এসময় ছেলে-মেয়ের পূর্ণ বয়স হওয়ার আগে বিয়ে না দিতে পরিবারকে সতর্ক করেন এবং মেয়েটির পরিবার অতিদরিদ্র হওয়ার কারণে তার লেখাপড়ার দায়িত্ব নেন ইউএনও।
রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) মমতাজ বেগম এ প্রসঙ্গে বলেন, "মেয়ের পরিবার অত্যন্ত দরিদ্র। অর্থাভাবে কিশোরীর পড়াশোনা বন্ধ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি কিশোরীর লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেছি।