ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বাল্যবিবাহ বন্ধ করে কিশোরীর লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও


২০ অক্টোবর ২০১৯ ১২:৫২

আপডেট:
৭ মে ২০২৫ ২১:০৩

নারায়ণগঞ্জের বাঘবেড় ইউনিয়ন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে রুপা আক্তার (১৪) নামে এক কিশোরী।  শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে ঐ স্কুল ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) মমতাজ বেগম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রুপা আক্তার তিন বোনের সবার বড় মেয়ে । সংসারে অভাব অনটনে পড়াশুনার প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে রুপাকে বিয়ের সিদ্ধান্ত নেয় পরিবার । সেই খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ছুটে যান পরে তিনি  পরিবারের সদস্যদের বাল্যবিবাহের কুফলগুলো সম্পর্কে অবহিত করেন। এসময় ছেলে-মেয়ের পূর্ণ বয়স হওয়ার আগে বিয়ে না দিতে পরিবারকে সতর্ক করেন এবং মেয়েটির পরিবার অতিদরিদ্র হওয়ার কারণে তার লেখাপড়ার দায়িত্ব নেন ইউএনও।

 

রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) মমতাজ বেগম এ প্রসঙ্গে বলেন, "মেয়ের পরিবার অত্যন্ত দরিদ্র। অর্থাভাবে কিশোরীর পড়াশোনা বন্ধ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি কিশোরীর লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেছি।