ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বাবুর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায়নি দুদক, তলবও করেনি এনবিআর!


২৪ অক্টোবর ২০১৯ ০২:১৮

আপডেট:
২৪ অক্টোবর ২০১৯ ০২:৫৭

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাবু, তার স্ত্রী সায়মা আফরোজ ও তাদের মালিকানাধীন চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে সংবাদ হয়েছ সেটা সম্পূর্ণ মিথ্যা, ভূয়া বলে দাবি করেছেন সাংসদ নজরুল ইসলাম বাবু।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সাথে আমার সাথে কথা হয়েছে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে, আমাকে ও আমার পরিবারের কাউকে তলব করা হয়নি।

তিনি এসময় আরো বলেন,এর পূর্বে আমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির কোনও প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তিনি আরো বলেন ২০১৬সালের শেষ দিকে দুদকের তদন্ত শুরুর পর দীর্ঘ সময় তদন্ত করে গত বছর মে ০৩, ২০১৮ সালে এই অভিযোগ থেকে আমাকে অব্যাহতি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য জানা যায়,এর পূর্বে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির কোনও প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরো জানা যায়,২০১৬ সালের শেষ দিকে দুদকের তদন্ত শুরুর পর দীর্ঘ সময় তদন্ত করে গত বছর মে ০৩, ২০১৮ সালে এই অভিযোগ থেকে এমপি নজরুল ইসলাম বাবুকে অব্যাহতি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বছর ৩ মার্চ দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘নিম্নে বর্ণিত ব্যক্তির (নজরুল ইসলাম বাবু) বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় কমিশন থেকে তা পরিসমাপ্ত করা হয়েছে।’

নজরুল ইসলাম বাবু, তার স্ত্রী সায়মা আফরোজ ও তাদের মালিকানাধীন চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তলব করাকে যড়যন্ত্রের অংশ দেথছেন নারায়ণগঞ্জ-২ আসনের সাধারণ জনগন ও সাবেক বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ সম্পর্কে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমাকে তলব করে নাই। আগামী যুবলীগ কাউন্সিল আমাকে প্রতিদ্বন্দি মনে করে একটি মহুল যড়ন্ত্রের হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পূর্বেও জাতীয় নির্বাচন সামনে রেখে আমার বিরুদ্ধে এরকম যড়যন্ত্র করেছিল্ কিন্তু দুর্নীতির কোনও প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।