ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


গ্লোবাল ওয়েলথ রিপোর্ট,

দেশে অতি ধনী ১৩৩৩৯ জন


২৪ অক্টোবর ২০১৯ ২৩:২৫

আপডেট:
১৫ মে ২০২৫ ০৯:১৯

বাংলাদেশে অতি ধনীর সংখ্যা ১৩ হাজার ৩৩৯ জন। এটি পাকিস্তানের অতি ধনীর সংখ্যার তুলনায় প্রায় দ্বিগুণ। দেশটিতে অতি ধনীর সংখ্যা ৮ হাজার ৪৯৪ জন। আর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারতে এ সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ৯২৬ জন।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ক্রেডিট সুইস প্রকাশিত ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্টে’ এ তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ১৩ হাজার ৩৩৯ জন অতি ধনীর প্রত্যেকের সম্পদ ১ মিলিয়ন ডলার থেকে ৫ মিলিয়ন ডলারের মধ্যে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় তাদের সম্পদের পরিমাণ ৮ কোটি ৫০ লাখ থেকে ৪২ কোটি ৫০ লাখ পর্যন্ত। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা ৪ কোটি ৬৪ লাখ। সবচেয়ে বেশি মিলিয়নিয়ারের বসবাস যুক্তরাষ্ট্রে। বিশ্বের মোট মিলিয়নিয়ারের ৪০ শতাংশই যুক্তরাষ্ট্রের। পরের অবস্থানেই রয়েছে চীন। যেসব দেশে দ্রত মিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে, তার মধ্যে রয়েছে জাপান, চীন, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রাজিল, ভারত, স্পেন, কানাডা ও সুইজারল্যান্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মাসে যুক্তরাষ্ট্রে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ৬ লাখ ৭৫ হাজার। আর ৪৪ লাখ ৫০ হাজার নিয়ে বিশ্বে দ্বিতীয় শীর্ষে রয়েছে চীন। ২০১৮ সালে চীনে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ১ লাখ ৫৮ হাজার। এই তালিকায় জাপান রয়েছে তৃতীয় স্থানে। দেশটিতে গত বছর ১ লাখ ৮৭ হাজার মানুষ নতুন করে মিলিয়নিয়ারের তালিকায় ঢুকেছে। ব্রেক্সিট ও পাউন্ডের দরপতনের কারণে এ ক্ষেত্রে পিছিয়ে পড়েছে যুক্তরাজ্য। গত বছর দেশটির মাত্র ২৭ হাজার মানুষ এ তালিকায় ঢুকতে পেরেছে। তবে অস্ট্রেলিয়ায় মিলিয়নিয়ারের সংখ্যা এক বছরে ১ লাখ ২৪ হাজার কমেছে।