ছাত্রলীগ স্পেন শাখার প্রস্তুতি সভা

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ২৫) অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ছাত্রলীগ স্পেন শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা সোমবার (২৫ নভেম্বর) রাজধানী মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ স্পেন শাখার সাবেক সভাপতি ইসমাইল হোসাইন রায়হান। ছাত্রলীগ নেতা আব্দুন নূর নীরবের সঞ্চালনায় বক্তব্য দেন শফিকুন নূর, কাওসার আহমেদ টুটুল, সাদেক লস্কর, মকবুল, মো. রাজীব, মো. শায়েক, রাজু আহমেদ, শুভ্রত শুভ, মাছুম শেখ, মো. সাগর, সাব্বিরসহ আরও অনেকে।
আগামী ২ থেকে ১৩ ডিসেম্বর মাদ্রিদে অনুষ্ঠেয় ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে ২৫টি দেশের সরকারপ্রধান যোগ দেবেন। এ ছাড়া অংশ নেবেন প্রায় ৭০টি দেশের পররাষ্ট্র বা পরিবেশমন্ত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কনফারেন্সে অংশ নেয়া বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যা তুলে ধরতে পারেন বলে জানা গেছে।