ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


কাউন্সিলর রাজীবের অস্ত্র মামলা বদলির আদেশ


৪ ডিসেম্বর ২০১৯ ১২:৪৪

আপডেট:
৯ মে ২০২৫ ০৬:৪০

বহিষ্কৃত যুবলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার মহানগর হাকিম মোহাম্মদ জসিম মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য সিএমএম বারাবর মামলার নথিটি প্রেরন করেন।

গত ২২ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর এসআই প্রণয় কুমার প্রামাণিক রাজিবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তারেকুজ্জামান রাজিব দীর্ঘদিন ধরে সহযোগীদের সহায়তায় অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব এবং মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

অভিযোগপত্রে আরো বলা হয়, আসামি ধূর্ত প্রকৃতির। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করে না। রাজিবের নামে মোহাম্মদপুর, চাঁদ উদ্যান, রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় নামে-বেনামে বিপুল সম্পত্তি (জায়গা, ফ্ল্যাট) রয়েছে। তিনি একাধিক নতুন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন। কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি রাতারাতি এসব সম্পদ অর্জন করেন।
গ্রেফতারের পর গত ২১ অক্টোবর দুই মামলায় রাজিবের সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৪ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে অস্ত্র আইনের মামলায় গত ১১ নভেম্বর চার দিন এবং ১৫ নভেম্বর মাদক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর দিবাগত রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা রাজীবকে গ্রেফতার করে র‍্যাব। ওই বাসা থেকে সাতটি বিদেশি মদের বোতল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, নগদ ৩৩ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে র‌্যাব-১ এর ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেন।