ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


এরদোগান আমার বন্ধু : ট্রাম্প


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৮

আমি তুরস্ককে পছন্দ করি এবং প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার লন্ডনে এক সাক্ষৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, সাবেক মার্কিন প্রশাসন তুরস্কের কাছে প্যাটিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করতে অস্বীকৃতি করায় আঙ্কারা অন্য জায়গায় গিয়েছে; তবে আঙ্কারা বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে এফ-৩৫ যুদ্ধবিমান কিনেছিল। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

এ সময় তিনি আঙ্কারার প্রসংশা করে বলেন, জোটভুক্ত দেশের মধ্যে ন্যাটো একটি ভালো সদস্য তুরস্ক।

ট্রাম্প বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান দিতে অপারগতা প্রকাশ করে তাহলে তুরস্ক অন্য কোথাও অনুসন্ধান করবে।

উল্লেখ্য সিরিয়াতে তুর্কি বাহিনীর আক্রমণের পরে ট্রাম্প প্রশাসন ও তুর্কি প্রশাসনের মধ্য কথার যুদ্ব ছড়িয়ে পরে। এমনকি ট্রাম্প প্রশাসন এরদোগান প্রশাসনের ওপর ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দেন।