ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে লোক ডেকে জিম্মি করে মুক্তিপণ আদায়


৫ ডিসেম্বর ২০১৯ ০৪:৫৩

আপডেট:
৯ মে ২০২৫ ০৭:৫৬

পত্রিকায় 'পাত্র চাই' বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের অন্যতম সদস্য মো. সারোয়ার উদ্দিন ভূঁইয়া (২৮) নামে একজনকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুরে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় অভিযান চালিয়ে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পত্রিকায় 'পাত্র চাই' বিজ্ঞাপনে আকর্ষণী ও লোভনীয় অফার দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে সহজ সরল লোকদের ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল।




এমন একটি খবর পুলিশ সুপারের নিকট আসলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা গোয়েন্দা শাখাকে এর তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন। তদন্তে এই চক্রটিকে শনাক্ত করার পর এসআই পরিমল চন্দ্র সরকার ডিবির একটি দল নিয়ে অভিযান চালিয়ে সারোয়ার উদ্দিন ভূঁইয়াকে আটক করেন।

আটককৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ