ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


বিএনপির চেয়ে এগিয়ে আওয়ামী লীগ


১৬ নভেম্বর ২০১৮ ২১:৩৮

আপডেট:
৩ মে ২০২৫ ০৭:২৭

সব জরিপ ও সমীক্ষায় বিএনপির চেয়ে জনপ্রিয়তায় অনেক ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দুই তিনদিনের মধ্যে আমাদের দলীয় মনোনয়ন ও একসপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে। আসন ভাগাভাগিতে আমরা আবারও পরিষ্কার করে দিতে চাই-যিনি জয়ী হবেন, কেবল তাকেই মনোনয়ন দেয়া হবে।

তিনি বলেন, জয়ী হবেন না, এমন প্রার্থীকে মনোনয়ন দিয়ে আমরা হারের ঝুঁকি কোনো অবস্থাতেই নেব না।

আমরা আমাদের প্রতিপক্ষকে এত দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছি না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এগিয়ে আছে বলেই সুষ্ঠু ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নাশকতা করছে।