ছবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের ওপর নুরুর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সমাবেশ করার সময় ডাকসু ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভারতের এনআরসি ও সিএবি আইনের বিরুদ্ধে দেশটিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের ডাক দেয় ভিপি নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
সমাবেশের আগে মুক্তিযুদ্ধ মঞ্চ রাজু ভাস্কর্যে অবস্থান নেয়।
ডাকসুর ভিপি নুরুল হকসহ তার অনুসারীরা ৪টার দিকে সেখানে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন দলবল নিয়ে ডাকসুর ভিপি ও তার অনুসারীদের ওপর হামলা করে।
নুর বলেন, ভারতীয় আগ্রাসন ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সন্ত্রাসী বাহিনী বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। তাদের সরকার মদদ দিচ্ছে।
বুধবার হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দিয়েছেন নুরুল হক।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, দুর্নীতিবাজ ভিপির পদত্যাগের জন্য আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম।
কিন্তু সে পদত্যাগ না করায় আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আজকে নুরু দেশবিরোধী একটি সমাবেশ করতে গেলে আমরা তাতে বাধা প্রদান করি। সমাবেশ না করার জন্য আমরা তাকে অনুরোধ করি। তখন ভিপি ও তার দলবল আমাদের ওপর হামলা করে।
হামলায় নুরের হাতের আঙুল ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ প্রায় ১০ জন আহত হন এ সংঘর্ষে।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।