ঐক্যফ্রন্টের সঙ্গে মান্নার বিরোধ

আগামী ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলের মধ্যে আসন সমঝোতা এখনও হয়নি। আর দুই জোটের কোনো দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কোনো আসনের বিষয়ে গণমাধ্যম কর্মীদের কাছেও বক্তব্য দেয়া হচ্ছে না। এরই মধ্যে নিজ দল নাগরিক ঐক্যের ৩৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন মাহমুদুর রহমান মান্না।
সূত্র জানায়, মনোনয়ন নিয়ে ঐক্যফ্রন্টের সঙ্গে বিরোধে জড়িয়েছেন মান্না। মূলত নিজ দলের জন্য আসন বরাদ্দ নিয়েই এই অনৈক্য। সূত্র জানায় মনোনয়ন নিয়ে এই ঝামেলার কারণেই ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা না করে মোট ৩৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
শনিবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে গণমাধ্যমে। এই তালিকা অনুযায়ী সংগঠনের প্রধান মাহমুদুর রহমান মান্না লড়বেন বগুড়া-২ আসনে।