ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


এক নজরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন


৩০ ডিসেম্বর ২০১৯ ১১:৪৩

আপডেট:
৩০ ডিসেম্বর ২০১৯ ১১:৪৮

উন্নয়নের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। আওয়ামী লীগ সরকারের কল্যাণে দেশে সংঘটিত হয়েছে আমূল পরিবর্তন। জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। বিগত দশ বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। যার ফলাফল, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এক নজরে দেখে নেয়া যাক ২০১৯ সালে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের শ্রেষ্ঠ সফলতাগুলো।

 

দারিদ্র্যের হার হ্রাস: দারিদ্র্যের হার হ্রাসে সরকারের কার্যক্রম ছিল প্রশংসনীয়। দারিদ্রের হার কমে দাঁড়িয়েছে ২১.৮ শতাংশ।

 

গড় আয়ু বৃদ্ধি: বিগত কয়েক বছরে জনগণের গড় আয়ুতে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ২০১৯ সালে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭২.৩ বছর।

 

ঝরে পড়ার হার: ২০১৯ সালে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়ার হার এখন ১৮.৬ শতাংশ। এর ফলে শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে।

 

বিদ্যুৎ উৎপাদন: বিদ্যুৎ উৎপাদনে সরকারের সাফল্য বিস্ময়কর। ২০১৯ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন এর ক্ষমতা ২২,৫৬২ মেগাওয়াট।

 

আইসিটি খাতে রফতানি: অসম্ভব মনে হলেও সত্য, বাংলাদেশ আইসিটি খাতে রফতানি শুরু করেছে। ২০১৯ সালে আইসিটি খাতে রফতানি থেকে আয় হয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার।

 


বিদ্যুৎ সুবিধা: দেশের ৯৪ শতাংশ জনগণ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

 


বই বিতরণ: ২০১৯ পর্যন্ত ২৯৬ কোটি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করেছে সরকার।