ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


জবিতে র‌্যাগিং করলেই স্থায়ী বহিস্কার


৩ জানুয়ারী ২০২০ ০৫:৪৫

আপডেট:
১০ মে ২০২৫ ০১:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতি কোন ধরণের র‌্যাগিং না করার জন্য নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ক্যাম্পাসে র‌্যাগিং আতঙ্কে ভোগার কারণ নেই বলেও জানানো হয়েছে। আর র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া হেলে দোষীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে জানিয়ে এক আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এবং ক্যাম্পাসে র‌্যাগিংয়ের অভিযোগ নেই। তবু সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের ভয়ে থাকে । র‌্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ র‌্যাগিংয়ে জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘শিক্ষার পরিবেশ যেন বিঘ্নিত না হয় সেই লক্ষ্যে এই আদেশ দেওয়া হয়েছে। র‌্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করা হবে।’