বহু ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগকে ধরে রেখেছে তৃণমূল: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহু ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাই অনেক অত্যাচার নির্যাতন করেও, কেউ দলটিকে ধ্বংস করতে পারেনি। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় এসব বলেন তিনি।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের প, দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম সভা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সকাল দশটায় শুরু হয় সভার প্রথমপর্ব।
সূচনা বক্তব্যে দলীয় প্রধান শেখ হাসিনা সভাটি উৎসর্গ করেন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে।
প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নয়ন করতে পারে। তবে উন্নয়ন অব্যাহত রাখতে দলকে সুসংগঠিত রাখার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, সরকার জনগণের সেবক; আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই জনগণ তা বুঝতে পারে।
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, অনেক অত্যাচারের ঘা দলটির গায়ে রয়েছে; কিন্তু তবুও থামানো যায়নি। যারা স্মার্ট রাজনীতির কথা বলে ক্ষমতায় এসেছিলো, তারা দেশকে পিছিয়ে দিয়েছে।
তিনি বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে, দেশের স্বাধীনতাকে আরও বেশি অর্থবহ করা হবে।
দলীয় বৈঠক শেষে সমাপ্ত হয় সভা, যার মুলতুবি বৈঠক হবে আগামীকাল শনিবার সন্ধ্যায় গণভবনে।