লক্ষাধিক গাছ লাগিয়ে পদ্মশ্রী পুরস্কার পেলেন আদিবাসী নারী

লক্ষাধিক গাছ রোপণ করে পদ্মশ্রী পুরস্কার পেলেন আদিবাসী নারী তুলসী গৌড়া। শনিবার ৪র্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীর জন্য ১১৮ জনের নাম ঘোষণা করে ভারত। সেই তালিকার একজন কর্ণাটকের বাসিন্দা তুলসী।
এনডিটিভি জানায়, কয়েক দশক ধরে হাল্কাকি উপজাতির ৭২ বছর বয়সী এই বৃদ্ধা বন সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করে চলেছেন।
বিভিন্ন প্রজাতির গাছপালা ও ঔষধি গাছের বিষয়ে বিস্তৃত জ্ঞানের জন্য ‘অরণ্যের বিশ্বকোষ’ হিসেবে পরিচিত তুলসী গৌড়াকে।
কর্ণাটকের হোনাল্লি গ্রামের বাসিন্দা তুলসী রাজ্যটিতে লক্ষাধিকের বেশি গাছ লাগিয়েছেন।
প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করেননি তুলসী গৌড়া। তবে গাছপালা এবং ঔষধি সম্পর্কে অবিরাম জ্ঞান অর্জন করেছেন।
বন বিভাগের পরিচালিত বনায়ন কর্মসূচিতে সক্রিয়ভাবে জড়িত তুলসী এবং বড় হওয়া পর্যন্ত গাছের চারাগুলো নিজেই লালন-পালন করেন।
পরিবেশবিদরা তুলসীর ভূয়সী প্রশংসা করেন। পরিবেশ সংরক্ষণে তার অবদানকে অনস্বীকার্য বলেই মনে করেন তার।