বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ নভেম্বর) এক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আজ বুধবার (২১ নভেম্বর) রাত ৭টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সী বেগম ফজিলাতুন্নেছার মৃত্যু হয়।
এর আগে গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। এরপর অ্যাম্বুলেন্সে করে ২৭ অক্টোবর তাকে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমএইচে নেওয়া হয়।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাতি জামাই মুন্সী আসাদ রহমান বেগম ফজিলাতুন্নেছার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ফজিলাতুন্নেছা ডায়াবেটিকস ও কোমরের ব্যথায় ভুগছিলেন।’