ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


যুবলীগের প্রেসিডিয়ামে মাশরাফির নাম নেই


১৫ নভেম্বর ২০২০ ০০:০৯

আপডেট:
১৫ নভেম্বর ২০২০ ০০:৫৩

সন্ধ্যা থেকেই ভাইরাল হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পদ পাওয়ার খবর। এমনকি বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাশরাফির পদ পাওয়ার খবর নিশ্চিত করেছে প্রথম শ্রেণীর কয়েকটি গণমাধ্যম।

তবে শনিবার যুবলীগের যে কমিটি ঘোষণা হয়েছে সেখানে প্রেসিডিয়াম সদস্যদের তালিকায় মাশরাফির নাম নেই।

এছাড়া যুবলীগের গত কমিটিতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও ৫৫ বছরের বেশি বয়স হওয়ায় প্রায় ৭৩ জন বাদ পড়েছেন।

১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে যুবলীগ। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।

গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতা-কর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।


মাশরাফি