জেসিআই টিওওয়াইপি অ্যাওয়ার্ড পেলেন ১০ তরুণ

সমাজের উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ তরুণকে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস (টিওওয়াইপি) অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ।
শনিবার সন্ধ্যায় রাজধানী হোটেল লা মেরিডিয়ানে এ পুরস্কার প্রদান করা হয়। এ বছর টিওওয়াইপি অ্যাওয়ার্ড পেয়েছেন- শেখ তন্ময়, শামস মাহমুদ, সাফওয়ান সোবহান, সিদ্দিকুর রহমান, আকবর আলী, হৃদয় খান, আয়মান সাদিক, তানভির আহমেদ, নবনিতা চৌধুরী ও রেজাউল কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন নাহিম রাজ্জাক এমপি।
জেসিআই হলো ১৮-৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত বিশ্বব্যাপী একটি সংগঠন যা তরুণ নেতৃত্ব বিকাশে সক্রিয় অবদান রাখে। বর্তমানে ১০৫টিরও বেশি দেশে এই সংগঠনের প্রায় দেড় লাখ সক্রিয় সদস্য রয়েছে। জেসিআই বাংলাদেশ প্রতিবছর সমাজে তরুণ-তরুণীদের অবদানকে স্বীকৃতি দেয়ার উদ্যোগ নেয়। যার একটি হলো 'জেসিআই বাংলাদেশ টিওয়াওয়াইপি এ্যাওয়ার্ড'। সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় প্রতি বছর দশ দক্ষ তরুণকে এ পুরস্কার দেয়া হয়।
জেসিআই বাংলাদেশের সভাপতি সারাহ কামাল বলেন , আমরা তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করতে চাই, যারা আগামী দিনে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনবে, অর্থনীতি পুনঃগঠন ও উন্নয়নে অবদান রাখবে, জনবলকে উদ্বুদ্ধ করবে, মানসিক স্বাস্থ্যের সুরক্ষা করবে, দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে সঠিক প্রশিক্ষণ ও অনুষ্ঠান দ্বারা সদস্যদের মাঝে বৈশ্বিক নেতৃত্বদানের মানসিকতা জাগিয়ে তুলবে।
জেসিআই