জাতীয় ‘ডিজিটাল বাংলাদেশ’ অ্যাওয়ার্ড পেলেন ঢাকা জেলা প্রশাসক

ঢাকার জেলা প্রশাসক মো: শহীদুল ইসলামের সাফল্যের খাতায় যোগ হলো আরও একটি অর্জন।জাতীয় পর্যায়ের পুরস্কার ‘ডিজিটাল বাংলাদেশ-২০২০’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসককের হাতে পুরস্কারটি তুলে দেন অতিথিরা। ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরস্কারটির জন্য গঠিত বিচারক প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী, ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান- করোনাভাইরাস পরিস্থিতিতে নাগরিক সেবার মানোন্নয়নে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের রূপকল্প তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতপূর্বক উপকারভোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরনে দ্রুততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সমন্বয় নিশ্চিতকরণের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্লাটফর্ম Central Aid Management System (CAMS) বিবিধ অ্যাপস ও সফটওয়্যারভিত্তিক বাজার ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অনলাইন শিক্ষা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-লাইসেন্স প্রদান) ক্যাটাগরিতে তিনি মনোনীত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।
মো: শহীদুল ইসলাম; বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই মেধাবী, সৎ ও চৌকস কর্মকর্তা ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক শহীদুল ইসলাম, তিনি এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জন্য শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছিলেন ।
টাঙ্গাইলের ৪২ লাখ মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। তিনিও করোনা পরিস্থিতি মোকাবেলা প্রায় পাঁচ লাখ মানুষের মাঝে খাদ্য সহায়তা ছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যকরী ব্যবস্থা নেয়ায় জেলায় তার সুনাম বৃদ্ধি পায়। সাংবাদিকবান্ধব জেলা প্রশাসক হিসেবে সাংবাদিকদের আবাসনের জন্য তিনি একটি বড় প্রকল্প গ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের সূতিকাগার টাঙ্গাইলে আধুনিক ও নান্দনিক স্মারকস্তম্ভ নির্মাণ করেছেন
সিভিল সার্ভিসের একজন সৎ, দক্ষ ও মানবিক গুনাবলী সম্পন্ন কর্মকর্তা পুরস্কার পাওয়ায় ঢাকা জেলার সর্বস্তরের জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তার জন্য শুভকামনা জানিয়েছেন।