ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


আবারো ডিএমপির সেরা ওসি মাজহারুল ইসলাম


১৯ ডিসেম্বর ২০২০ ১৮:৪১

আপডেট:
১৯ ডিসেম্বর ২০২০ ১৮:৫৮

শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্বারকারী ও আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নভেম্বর মাসের সেরা ওসি নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত ওসি) মো. মাজহারুল ইসলাম, বিপিএম, পিপিএম-বার। এনিয়ে নবমবারের মতো সেরা অফিসার ইনচার্জ হলেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম।

শনিবার ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের সদস্যকে কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)।

মাজহারুল ইসলামের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়। তার ডাক নাম ‘কাজল’।তার বাবা ছিলেন একজন শিক্ষক। মা গৃহিনী। ছয় ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।