ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ঢাকাস্থ শেরপুর জেলা সাংবাদিক ফোরামের আহ্বায়ক হকি, সদস্য সচিব মামুন


২০ ডিসেম্বর ২০২০ ১৭:২৪

আপডেট:
২০ ডিসেম্বর ২০২০ ১৭:২৫

ঢাকায় কর্মরত শেরপুর জেলার গণমাধ্যম কর্মীদের সংগঠন ঢাকাস্থ শেরপুর জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

দৈনিক সমকালের হকিকত জাহান হকিকে আহ্বায়ক ও দৈনিক দেশ রূপান্তরের মামুন আব্দুল্লাহকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রাজধানীর সন্নিকটে পূর্বাচলের মোল্লাবাড়িতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালালসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি একেএম শহিদুল হক, তারকালোকের সম্পাদক ও বাচসাস নেতা ইব্রাহীম খলিল খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ ও জামালপুর জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

ঢাকাস্থ শেরপুর জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুকুনুজ্জামান অঞ্জন, দৈনিক মুখপাত্রের সিনিয়র রিপোর্টার মালেক মল্লিক, সিনিয়র সাংবাদিক তাসলিমা শিখা, আমাদের সময়ের হেড অব অনলাইন দেলোয়ার রাশেদ, আমাদের সময়ের সহকারী সম্পাদক মঈন আবদুল্লাহ, স্পোর্টসমেইল টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক রোকুনুজ্জামান সেলিম, প্রিয় ডটকমের তানজিল রিমন ও বাংলাদেশ জার্নালের মুজাহিদ বিল্লাহ।