ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মনিরা বেগম


২৭ জানুয়ারী ২০২১ ০৬:৩৩

আপডেট:
১২ মে ২০২৫ ২১:৩৯

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মনিরা বেগম। এছাড়া প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করে আসা কাজী নিশাত রসুলকে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলী করা হয়েছে।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুয়ায়ী মনিরা বেগম মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিবকে প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ করা হলো। প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথরা মনিরা বেগমকে তার সহকারী একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।