ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ব্যাংক কর্মকর্তা হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ


২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৬

আপডেট:
১২ মে ২০২৫ ১৯:০০

অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় সভাপতি শওকত হোসেন সজল ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শিমুল বলেন, ন্যাক্কারজনক এ হত্যার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সঙ্গে জড়িত হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এদিকে অগ্রণী ব্যাংকের অফিসার সমিতি আগামীকাল মঙ্গলবার বিকেল চারটায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে মতিঝিল এলাকায় হত্যাকারীদের বিচারের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করেছে। জানাযায়, সিলেট নগরীর বন্দরবাজারে সিএনজি অটোরিকশা চালকরা নির্মমভাবে হত্যা করে অগ্রণী এক ব্যাংক কর্মকর্তাকে । এ ঘটনায় রবিবার সিলেট কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা হয়েছে।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম মওদুদ আহমেদ (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার টেংগুরিপাড়া গ্রামের মো. আবদুল ওয়াহেদের ছেলে। তার কর্মস্থল ছিল সিলেটের জৈন্তাপুর উপজেলার অগ্রণী ব্যাংক, হরিপুর গ্যাস ফিল্ড শাখা। সিলেট নগরীর রাজারগলিতে তিনি ভাড়া বাসায় থাকতেন।

জৈন্তাপুরের হরিপুর থেকে একটি সিএনজি অটোরিকশায় (নম্বর- সিলেট-থ-১২-৪২৭১) করে গত শনিবার রাত পৌণে ৮টার দিকে নগরীর বন্দরবাজার কালেক্টরেট মসজিদের সামনে আসেন ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ। এসময় ভাড়া নিয়ে চালক নোমান হাছনুরের সাথে কথা কাটাকাটি হয় তার।

একপর্যায়ে নোমানের সাথে আরো কয়েকজন অটোরিকশা চালক মিলে মওদুদকে আহমদকে বেধড়ক মারপিট করে হত্যা করে। এ ঘটনায় নিহত মওদুদের বড়ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে রবিবার সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজি অটোরিকশা চালক নোমান হাছনুরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন।