ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


স্ত্রীর পরকীয়া ও প্রতারণায় সর্বস্বান্ত স্পেন প্রবাসী স্বামী!


৩ মার্চ ২০২১ ১০:১৮

আপডেট:
১২ মে ২০২৫ ১৯:০০

বর্তমান সময়ে এক মহামারির নাম পরকীয়া। বিবাহবহির্ভূত এমন অবৈধ সম্পর্কের কারণে সংসারে অশান্তি-ভাঙন সৃষ্টি হচ্ছে। এমনকি জঘন্য হত্যাকাণ্ডও সংঘটিত হচ্ছে। বিশেষ করে জীবন-জীবিকার তাগিদে অনেক মানুষ স্ত্রী-সন্তান ও স্বজনদের জন্য পরিবার থেকে দূরে থাকে, আর সেই সুযোগে পরকিয়ায় জড়িয়ে পড়েছেন কেউ কেউ। 

এদিকে, কদিন আগে বিয়ের পিঁড়িতে বসা নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাঁর সাবেক স্বামীকে ডিভোর্স না দিয়েই নাকি তাঁকে বিয়ে করেছেন। উত্তরা পশ্চিম থানায় এমন অভিযোগ তুলে সাধারণ ডায়েরি করেছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান।

সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্ক উঠেছে স্পেন প্রবাসী পুত্রবধূ লাবন্য সরকারের বিরুদ্ধে। হিন্দু আইন অনুযায়ী কোন প্রকার সেপারেশন বা ডিভোর্স না দিয়েই বিয়ে করেছেন । দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এমন অভিযোগ তুলে ইজাহার দায়ের করেছেন লাবন্য সরকারের শ্বশুর। লাবন্য সরকারের বিরুদ্ধ গুরুতর অভিযোগ হলো, পরকীয়া, অবৈধ বিয়ে এবং অর্থ আত্মসাৎ ।

স্পেন প্রবাসী স্বামী ফোনে জানায়, অভিযুক্ত তার স্ত্রী লাবন্য পরকীয়ায় আসক্ত। সে আমার সাথে বিয়ে হওয়ার পরও অবৈধ মেলামেশা ও পরকীয়ায়সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড জড়িয়ে পড়েন। এছাড়াও আমাকে কোন প্রকার সেপারেশন নোটিশ না দিয়ে অন্য এক ছেলেকে বিয়ে করেছেন।এর আগে তিনি বিভিন্ন উপায়ে বিভিন্ন কথা বলে আমার কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ২০ লাখ এবং হুন্ডির মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তার বাবা দিলিপ ও মা অনিমা সরকারের যোগসাজশে। ব্যাংকে টাকা পাঠানোর সব ডকুমেন্ট আমার কাছে আছে।

এছাড়াও বিয়ের সময় ২০ ভরি সোনা উপহার দিয়েছি সব মিলিয়ে মোট ৪০ লক্ষ টাকার সম্পাদ আত্মসাৎ করেছেন। আমার কি অন্যায় ছিলো এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। আমার টাকা দিয়ে পরকিয়া স্বামীকে বড় দোকান করে দিয়েছেন। সেই ছেলে আমাকে বলেছে, আপনার সম্পত্তি সব এখন আমার কাছে। স্ত্রী লাবন্য  তার দুই ভাই সন্ত্রাসী তারা নাকি এলাকায় আওয়ামীলীগ করে, তারা আমার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। আমি দেশে আসলে আমাকে নাকি মেরে ফেলবে।

তিনি এসময় আরো বলেন, আমি প্রবাসী দেখে আমার পাশে কাউকে পাবোনা,আমি কোন বিচার পাবোনা,আমাকে কোন সাংবাদিক সাহয্য করবে না।

এসময় তিনি আরো বলেন, এই অবৈধ বিয়ের সঙ্গে পরকীয়ায় আসক্ত লাবন্যের বাবা দিলিপ ও মা অনিমা সরকার জড়িত্। ওর জন্য ( স্ত্রী লাবন্য) কিনা করছি, আমি জীবনে খুব কষ্ট পেয়েছি। আমি ওর জন্য বাড়ি গাড়ি করছি, স্পেনে আনার জন্য সব ব্যবস্থা করছি। আমি ভাবতেও পারি নাই ও (স্ত্রী লাবন্য) আমার সাথে প্রতারণা করবে।এই বলে তিনি আবার কান্নায় ভেঙে পড়েন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে লাবন্য সরকারের শ্বশুর জানান, দুই বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জ পান গাও সফিদা এলাকার বাবা দিলিপ ও মা অনিমা সরকারের মেয়ে লাবন্য সরকারের সাথে সাথে পারিবারিকভাবে আমার স্পেন প্রবাসী ছেলের সাথে বিয়ে হয়। স্পেন প্রবাসী বিয়ের পর স্ত্রীকের রেখে পূনরায় স্পেনে চলে যান।

অভিযোগে আরো বলা হয়, আমার পুত্রবধু লাবন্য সরকার হিন্দু রীতি নীতি অনুযায়ী কোন প্রকাশ সেপারেশন নোটিশ না দিয়ে আমার স্পেন প্রবাসী ছেলে কাছ থেকে তিনি বিভিন্ন উপায়ে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে আমার ছেলে কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ২০,০০০০ লাখ এবং হুন্ডির মাধ্যমে ১০,০০০০ ( দশ লাখ) লাখ টাকা আত্মসাৎ করেছেন তার বাবা দিলিপ ও মা অনিমা সরকারের যোগসাজশে। ব্যাংকে টাকা পাঠানোর সব ডকুমেন্ট সংযুক্ত করা হলো। এছাড়াও বিয়ের সময় নগদ ২০ ভরি সোনা উপহার দিয়েছিল,যাহার মূল্য ২০,০০০০( বিশ লাখ ) টাকা।