'হেলথ জার্নালিস্টস অফ বাংলাদেশ নতুন কমিটি গঠন'

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টিভির রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের হিমেল মাহবুব।
আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিটের সাংবাদিকদের সংগঠন ‘হেলথ জার্নালিস্টস অব বাংলাদেশ’।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টিভির রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের হিমেল মাহবুব।
শনিবার রাজধানীর একটি হোটেলে ১৫ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যরা হলেন সহসভাপতি- নাজিয়া আফরীন (এটিএন নিউজ), যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ লিমন (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান (ঢাকা ট্রিবিউন), অর্থ সম্পাদক ফাল্গুনী রশিদ (একাত্তর টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান শিশির (দৈনিক পর্যবেক্ষণ), দপ্তর সম্পাদক রিসাদ হাসান (নিউজ টোয়েন্টিফোর), তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তানভীরুল ইসলাম (ঢাকা পোস্ট), আইন বিষয়ক সম্পাদক বোরহানুল আশেকীন (চ্যানেল টোয়েন্টিফোর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান পারভেজ (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তবিবুর রহমান (নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকম)।
এছাড়া সংগঠনের কার্যনির্বাহী তিন সদস্য হলেন- স্মৃতি মণ্ডল (ইটিভি), মুহাম্মাদ শফিউল্লাহ (বণিক বার্তা) ও সাইফুল মাসুম (সারাক্ষণ ডটকম)।