ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


লেকপাড়ে বসে স্বামী হত্যার ছক আকেন স্ত্রীর অর্পা


১৫ মার্চ ২০২১ ২০:০১

আপডেট:
১৫ মার্চ ২০২১ ২০:০৩

প্রেমের সম্পর্কে ১৩ বছর আগে জামিলা আক্তার অর্পাকে (৩২) বিয়ে করেন মো. ইফতে খায়রুল আলম রাজু (৩৩)। ১২ বছর বয়সী মেয়ে নিয়ে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে এ দম্পতির সুখেই কাটছিল দিন। বছর দেড়েক আগে ফেইসবুকে অর্পার পরিচয় হয় তানভীর আহমেদ তনয় ওরফে রাব্বির (৩০)। এরপর দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। স্ত্রীর এমন বিষয় ভালোভাবে নেননি রাজু। এ থেকেই দাম্পত্য কলহ শুরু। রাব্বির সঙ্গে সংসার গড়ার পথে বাধা ও স্বামীর সম্পত্তি ভোগ-দখলের আশায় রাজুকে হত্যার পরিকল্পনা করে অর্পা। আর এটি বাস্তবায়নে প্রেমিক রাব্বির সহায়তায় নূরে আলম হোসেন ওরফে আলভি (২০) নামে একজনকে এক লাখ টাকায় ভাড়া করে অর্পা। টাকার জোগানে গহনা বন্ধক রেখে তা থেকে ৪০ হাজার টাকা কিলারকে দিতে রাব্বির হাতে দেয় সে।

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি এক সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি লেকের পাড়ে বসে রাজুকে হত্যার ছক কষে অর্পা, রাব্বি ও আলভি। পরিকল্পনা অনুযায়ী গত ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইট) রাতে রাজুকে হত্যার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। পরের দিন সকালে ফের একই চেষ্টা চালানো হয়। কিন্তু পিস্তলের দুই রাউন্ড গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়; প্রাণে বেঁচে যান রাজু। যদিও চাকুর আঘাতে গুরুতর জখম হন রাজু। পরে ওইদিনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন রাজু। মামলাটি অনুসন্ধানে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ টিম রাজুকে হত্যায় স্ত্রী অর্পার পরিকল্পনার তথ্য পায়।

ডিবির ভাষ্য, মামলা তুলে নিতে স্বামীকে চাপ এবং অর্পার বিকাশ নম্বর থেকে রাব্বিকে টাকা পাঠানোর সূত্র ধরে এ হত্যাচেষ্টা মামলার রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। পরে অর্পা, রাব্বি ও আলভিকে গ্রেপ্তার করা হয়। গত ৪ মার্চ রাতে আলভিকে রাজধানীর হাজারীবাগ ও ৭ মার্চ অর্পাকে গেন্ডারিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এদিকে অর্পা গ্রেপ্তারের পর ক্ষুব্ধ রাব্বি সহযোগী রেজাকে নিয়ে ফের হত্যার উদ্দেশ্যে গত শনিবার রাতে রাজুর বাসার পাশে গেলে আগে থেকে সতর্ক থাকা ডিবির সদস্যরা পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় মামলাটি অনুসন্ধানে জানা যায় রাজুকে তার স্ত্রী অর্পাই হত্যার চেষ্টা চালায়। আর এর নেপথ্যে রয়েছে পরকীয়ায় বাধা। আমরা বিষয়টি নিয়ে আরও তদন্ত করছি।’

খিলগাঁও থানার মামলা থেকে জানা যায়, রাজু নিক্কি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড কোম্পানির এক্সিকিউটিভ (ক্রয়) এবং গরুর খামার ব্যবসায়ী। গত ৩১ ডিসেম্বর রাত ১২টার পর দক্ষিণ বনশ্রীর ৯/৩ নম্বর রোডের ই ব্লকের ১৫৯ নম্বর বাসায় প্রবেশের সময় মুখে মাস্ক পরা অজ্ঞাত এক ব্যক্তি ওই বাসায় রাত্রিযাপন করতে চান। রাজু রাজি না হওয়ায় তিনি চলে যান। পরদিন সকাল সাড়ে ৮টায় রাজু তার গরুর খামার (মুন্সীগঞ্জ) পরিদর্শনে বাসা থেকে বের হলে অস্ত্রধারী দুজন হামলা করে। এ সময় তারা দুই রাউন্ড গুলি ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরই মধ্যে রাজুকে চাকু দিয়ে জখম করে পালিয়ে যায় তারা।

ডিবির তদন্ত কর্মকর্তারা জানান, অর্পার প্রেমিক রাব্বি কুমিল্লা থাকে। তাদের পরকীয়া জানতে পেরে রাজু একদিন অর্পাকে মারপিট করে। সেখান থেকে অর্পা রাজুর সংসার করবে না বলে সিদ্ধান্ত নেয়। তবে কৌশলে রাজুকে হত্যা করে তার সম্পত্তি ভোগ-দখলের চিন্তা করে সে। আর এ কাজে রাব্বি তাকে সহায়তার আশ্বাস দেয়। এরপর হত্যাচেষ্টার আগে কয়েকবার ধানমণ্ডি লেকের পাড়ে তারা বৈঠক করে।

ভাগ্যক্রমে বেঁচে যাওয়ার পর রাজু মামলা করেন। তদন্তে নেমে অর্পাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সে মামলা তুলে নিতে স্বামীকে চাপ দেয়। ডিবি অর্পার মুঠোফোনের যাবতীয় তথ্য বিশ্লেষণ করে মূল রহস্য জানতে পারে।

ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রফিকুল ইসলাম  বলেন, ‘স্পর্শকাতর এ ঘটনায় দুজন আদালতে জবানবন্দি দিয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তার রাব্বির রিমান্ড চাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।’