ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


স্বাস্থ্যসহ তিন সচিবের রদবদল


৪ এপ্রিল ২০২১ ১৭:৪৪

আপডেট:
১২ মে ২০২৫ ২৩:৪৪

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করবেন। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সচিব লোকমান হোসেন মিয়া স্বাস্থ্যসচিবের দায়িত্ব পালন করবেন।

প্রশাসনের তিন সচিবকে রদবদল করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করবেন। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সচিব লোকমান হোসেন মিয়া স্বাস্থ্যসচিবের দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন মো. মোকাব্বির হোসেন। তিনি এত দিন সচিব পদমর্যাদায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।