ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর বাসাবো ঝিলপাড় জামে মসজিদের পাশের ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার সকাল ৯টা ২ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে প্লাস্টিকের বোতল কুড়াতে গিয়ে ওই যুবক ড্রেনে পড়ে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
নিহত ওই যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি।