ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


তৃতীয় বারের মত ভোলা-৩ আসনে নৌকার মাঝি হলেন শাওন


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৮ ০১:৪৫



আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

এ সময় তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি প্রদান করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

এদিকে শাওনের নির্বাচনে অংশ নেওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষ।