ঢাকা শুক্রবার, ২রা জুন ২০২৩, ২০শে জ্যৈষ্ঠ ১৪৩০


বঙ্গবাজারের ৫০ ব্যবসায়ী পেলেন জেলা প্রশাসনের অনুদান


১৭ এপ্রিল ২০২৩ ১২:২৪

আপডেট:
২ জুন ২০২৩ ১০:৪৪

বঙ্গবাজারের ৫০ ব্যবসায়ী পেলেন জেলা প্রশাসনের অনুদান

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ ব্যবসায়ীকে নগদ অর্থ সহায়তা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। রবিবার (১৬ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ব্যবসায়ীদের ২০ হাজার টাকা অনুদান দেন।

এসময় জেলা প্রশাসক বলেন, বঙ্গবাজার অগ্নি দূর্ঘটনায় শুরু থেকে ঢাকা জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আছে। সামনে আরও সহায়তা করা হবে।

অনুষ্ঠানে এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন উপস্থিত ছিলেন।