ঢাকা শনিবার, ৫ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১


সাভারে বংশী নদীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ


১০ আগস্ট ২০২৩ ০৮:৩৪

আপডেট:
৫ অক্টোবর ২০২৪ ১৭:৩৮

ঢাকার সাভার উপজেলার নামাবাজার এলাকার বংশী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার বিকেলে সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মাজহারুল ইসলামের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) জনাব এস. এম রাসেল ইসলাম নূ্রের নেতৃত্বে বংশী নদীর তীরে অবৈধ দখলদারের বিরুদ্ধে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাভার উপজেলার সাভার মৌজায় নামা বাজার সংলগ্ন বংশী নদীর তীরে ২৫ শতাংশ জমির উপর অবৈধভাবে গড়ে ওঠা ৫ ( পাঁচটি ) স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার কৃত জমির বাজার মূল্য প্রায় তিন কোটি পঁচিশ লক্ষ টাকা।
অবৈধ স্থাপনা সমূহের মধ্যে দোতলা ভবন ২ টি এবং একতলা টিন শেড গোডাউন ৩ টি।উদ্ধারকৃত জমিটি নদী শ্রেনী হওয়ায় জমিটি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। নদীর অবৈধ দখল প্রতিরোধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) এস. এম রাসেল ইসলাম নূ্র বলেন, বুধবার বংশী নদীর তীরে অবৈধ দখলদারের কাছ থেকে ২৫ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় তিন কোটি পঁচিশ লাখ টাকা। অবৈধ স্থাপনা সমূহের মধ্যে ছিল— দুটি দোতলা ভবন এবং তিনটি একতলা টিন শেড গোডাউন। উদ্ধারকৃত জমিটি নদী শ্রেণি হওয়ায় জমিটি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। নদীর অবৈধ দখল প্রতিরোধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নূ্র ।