শরীয়তপুর-১ আসনকে মাদক-সন্ত্রাস মুক্ত করব বললেন অপু

শরীয়তপুর-১ আসনকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত ইকবাল হোসেন অপু।
দৈনিক আমাদের দিনের সাথে একান্ত আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নতুন প্রজম্মকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। শরীয়তপুর-১ আসনে মাদকের অস্তিত্ব ধ্বংস করে দিব ! ইনশাল্লাহ!
তিনি বলেন, জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে পারলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়িত করতে আমি কাজ করে যাবো। শরীয়তপুরকে একটি আধুনিক শহরে রুপান্তরিত করব ইনশাল্লাহ।